কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান : জাহিদ হোসেন

Sep 26, 2025 - 00:14
 0  9
কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান : জাহিদ হোসেন
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে ফিরে তারেক রহমান শুধু বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জাহিদ হোসেন বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়তে বিএনপি ১৮ মাস আগে থেকেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছে। তিনি জানান, নির্বাচনী প্রক্রিয়া একটি ধারাবাহিক কার্যক্রম, যা অব্যাহত রয়েছে।

মনোনয়নপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি। নির্বাচনী আসনের তুলনায় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা প্রায় ১০ গুণ। জনপ্রিয়তা ও বিভিন্ন জরিপের ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে।

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সবার নেতা তারেক রহমান। জনগণের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন।’

জাহিদ হোসেন বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow