এখনো তামিম-মুস্তাফিজের পাওনা পরিশোধ করেনি শাকিব খানের ঢাকা ক্যাপিটালস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সবশেষ আসর নিয়ে সমালোচনার শেষ নেই। টুর্নামেন্ট আয়োজনে নানা রকম অব্যবস্থাপনা নিয়ে শুরু থেকেই ছিল শত অভিযোগ। আর মাঝপথে সামনে আসে ক্রিকেটার এবং কোচিং স্টাফশ হোটেলে বিভিন্ন দলের বকেয়ার বিষয়টি। ক্রিকেটারদের পাওনা টাকা বুঝে না পাওয়া, টাকা না দেওয়ায় ক্রিকেটারদের অনুশীলনে না আসাসহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে সমালোচনা হয়েছে বেশ।
এমনকি টুর্নামেন্ট শেষ হওয়ার পর এতদিন পেরিয়ে গেলেও এখনো পাওনা টাকা বুঝে পাননি বেশ কয়েকজন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্য। সম্প্রতি দেশের একটি টিভি চ্যানেলে বিপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বকেয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিপিএলের চার ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবির বকেয়া এখনো ২ কোটি ২৭ লক্ষ টাকা।
সবচেয়ে বেশি ১ কোটি ২১ লক্ষ টাকা বকেয়া দুর্বার রাজশাহীর। চিটাগং কিংসের কাছে বিসিবির পাওনা ৬৮ লক্ষ টাকা। এছাড়া ঢালিউড অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বকেয়া ৩০ লাখ এবং খুলনা টাইগার্সের বকেয়া ৮ লক্ষ টাকা। তবে ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্সের কোনো টাকা বাকি নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, রানার্স আপের প্রাইজমানি এবং টিকিট বিক্রির লভ্যাংশ থেকে ২ কোটি ৫ লাখ টাকা বিসিবির কাছে পাবে চিটাগং। তবে ফ্র্যাঞ্চাইজি মানি এবং ক্রিকেটারদের একাংশের পাওনা পরিশোধের পর বিসিবির কাছে চিটাগংয়ের পাওনা গিয়ে দাঁড়ায় ৯ লাখ টাকার কিছু বেশি। তবে ফ্র্যাঞ্চাইজিটির কাছে প্রধান কোচ শন টেইট পান ৪৫ লাখ টাকার বেশি। এছাড়া সিলেট এবং ঢাকার হোটেল বিল সহ মোট বকেয়া গিয়ে দাঁড়ায় ৭৬ লাখ ৭৮ হাজার ১০৭ টাকা। এই টাকা বিসিবি পরিশোধ করলে উল্টো বিসিবির কাছে দেনায় থাকবে চিটাগং যার পরিমাণ দাঁড়ায় ৬৭ লাখ ৩৭ হাজার ৫৫১ টাকা।
এদিকে টিকিট বিক্রির লভ্যাংশ থেকে খুলনা টাইগার্সের পাওয়ার কথা ১ কোটি ১৫ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজি ফি ও দেশি ক্রিকেটারদের বকেয়া পরিশোধের পর এর পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৫০ হাজার টাকায়। তবে বিদেশি ক্রিকেটারদের বকেয়া আছে ২২ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা। এই টাকা যদি বিসিবি দিয়ে দেয় তাহলে উল্টো বোর্ডের কাছে খুলনার দেনা থাকবে ৮ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
এদিকে টিকিট বিক্রির লভ্যাংশ থেকে বিসিবির কাছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস পায় ৪৫ লাখ টাকা। এদিকে তানজিদ তামিম ও মুস্তাফিজুর রহমান সহ ড্রাফটে থাকা আরও কিছু বিদেশি ক্রিকেটারের পাওনা পরিশোধের পর বিসিবির কাছে আর কিছু পাওনা থাকে ঢাকার। তবে বিদেশি দুই ক্রিকেটার স্টিফেন স্কেনাজি ও জেসন রয়ের বেতন বাকি ২৯ লাখ ৫২ হাজার টাকা। এই টাকা বিসিবি দিলে সমপরিমাণ অর্থ বোর্ডের কাছে ঋণ থাকবে শাকিবের দলের।
এদিকে টিকিট বিক্রি থেকে ৪৫ লাখ টাকা বিসিবির কাছে পাবে দুর্বার রাজশাহী। তবে দেশি-বিদেশি ক্রিকেটার ও কোচদের পাওনা পরিশোধ, ম্যানেজম্যান্ট ফি, হোটেল ভাড়া, ট্রান্সপোর্টসহ আরও বেশ কিছু খাত মিলে রাজশাহীর বকেয়া ১ কোটি ২১ লাখ ১৭ হাজার ৬২৯ টাকা।
What's Your Reaction?






