কাকে বিয়ে করলেন সারজিস, পাত্রীর পরিচয় নিয়ে যা জানা গেল

Feb 1, 2025 - 15:25
 0  3
কাকে বিয়ে করলেন সারজিস, পাত্রীর পরিচয় নিয়ে যা জানা গেল
ছবি : সংগৃহীত

বিয়ে করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৩১ জানুয়ারি) আসরের নামাজের পর গাজীপুরের রাজিন্দ্র রিসোর্টে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। 

জানা গেছে, সারজিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশাগত কারণে তিনি স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবোর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।

কনের পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই ও এক বোনের মধ্যে সারজিসের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা। তবে তার নাম কিংবা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়নি।  

সারজিস আলম ২ জুলাই ১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস বড়। তিনি ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow