গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার

Aug 17, 2025 - 17:35
 0  3
গাইবান্ধায় জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় নজরুল ইসলাম নজির (৩২) নামের এক জামায়াত নেতার গলা কাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। রোববার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের একটি বিল থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নজরুল উপজেলার নাকাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। নিহত নজরুল ইসলাম পেশায় বিকাশ ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নাকাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিতল বাজারের বিকাশ (মোবাইল ব্যাংকিং) ব্যবসায়ী নজরুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে নির্জন বিলের পাশে ফাঁকা জমিতে নিয়ে তাকে গলা কেটে হত্যা করে। আজ রোববার সকালে স্থানীয়রা সেখানে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশকে খবর দেন।

এলাকাবাসী ধারণা, সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জে বেশ কয়েকজন হ্যাকার ধরা পড়েন। এই হ্যাকারদের ধারণা, নজরুলের দোকান থেকে বিকাশ, নগদে টাকা লেনদেনের কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের তথ্য পেয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে।

পরিবারের অভিযোগ, নজরুল শীতল গ্রামের বাজারে একটি মুদি দোকানের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। তিনি মাঝেমধ্যে দোকানেই রাত কাটাতেন। হ্যাকাররা প্রায়ই তার দোকান থেকে টাকা লেনদেন করতে আসতেন। নজরুল হ্যাকারদের অবৈধ টাকার বিষয়টি বুঝতে পেরে টাকা লেনদেন করতে অপারগতা প্রকাশ করেন। এ কারণেই নজরুলকে তারা হত্যা করেছে।

গাইবান্ধা জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক রোকনুজ্জামান রোকন বলেন, এ ধরনের হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার কারণে হয়েছে। মানুষ এখন ঘর থেকে বের হতেও ভয় পাবে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের পাশাপাশি হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow