খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট, এখনও গ্রেপ্তার নেই

খুলনা প্রতিনিধি
খুলনা কৃষি ব্যাংকে ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে। তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ।
শনিবার রাতে, ব্যাংকের রূপসা ঘাট শাখা ব্যবস্থাপক অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেছেন। পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে। সেই সাথে লুট হওয়া ১৬ লাখ টাকা উদ্ধারেও কাজ করছেন তারা।
শুক্রবার ভোররাতে গেট ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা। প্রথমে সিসি ক্যামেরাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয় তারা। এরপর, ভল্ট ভেঙে টাকা লুটে নেয়। এ ঘটনায় ব্যাংকের ৩ নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
What's Your Reaction?






