গাজীপুরে জাসাস নেতাকে হত্যা, বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ

Dec 24, 2025 - 17:00
 0  7
গাজীপুরে জাসাস নেতাকে হত্যা, বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ
ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে (৪১) ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর পৌর শহরে উপজেলা বিএনপি বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এ দাবি জানায়।

নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়ন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং লতিফপুর গামের কে বি এম ব্রিকসে মাটি সরবরাহ করতেন।

গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে অংশগ্রহণ করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির মন্ডল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা প্রমুখ। পরে রেলওয়ে মাঠে সমাবেশে বক্তব্য রাখেন এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এর আগে বিকালে ফরিদ সরকারের বাড়িতে জানাজায় অংশ নেন নেতাকর্মীরা। সেখানে নিহতের পারবিরের সদস্যদের এই হত্যার বিচারের আশ্বাস দেওয়া হয়। এর আগে ভোর ৪টার দিকে মোবাইলে ডেকে নিয়ে ফরিদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow