চাঁদা নেওয়ার অভিযোগে এনসিপি নেতা নিজাম সাময়িক বহিষ্কার

Aug 13, 2025 - 13:19
 0  3
চাঁদা নেওয়ার অভিযোগে এনসিপি নেতা নিজাম সাময়িক বহিষ্কার
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি

চাঁদা নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে নিজাম উদ্দিনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই বিষয়েও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত রোববার বন্দরে একজন বিতর্কিত ব্যবসায়ীর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন থামাতে চাঁদা আদায় নিয়ে নিজাম উদ্দিনের কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গত সোমবার নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেন নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন। 

সেই চিঠিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে। সেখানে নিজাম উদ্দিনকে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা চাইতে শোনা যায়। এতে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow