জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা

Oct 17, 2025 - 23:58
 0  3
জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা
ছবি : সংগৃহীত

জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ২৫ রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ এ স্বাক্ষর করেছেন। জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও সনদে স্বাক্ষর করেন।

বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা সনদে স্বাক্ষর করেন।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ জুলাই সনদে স্বাক্ষর করেনি।

এর আগে বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা পরিষদের সদস্যরা ও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকেরা। বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান অধ্যাপক ইউনূস। তার সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ।

অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল বিকেল ৪টায়। তবে তার আগে দুপুরের দিকে জুলাই যোদ্ধারা অনুষ্ঠানস্থলে অবস্থান নেয়। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। একপর্যায়ে পুলিশ ও ‘জুলাই যোদ্ধাদের’ মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় হঠাৎ এক দফা বৃষ্টি নামলে অনুষ্ঠানস্থলের পরিবেশ কিছুটা উত্তপ্ত হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেল ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে সনদ স্বাক্ষর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তিনি লেখেন, সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতিমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।

অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow