জাতীয় সমাবেশ সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলকে জামায়াতের কৃতজ্ঞতা

Jul 20, 2025 - 22:16
 0  2
জাতীয় সমাবেশ সফল করায় দেশবাসী ও সংশ্লিষ্ট সকলকে জামায়াতের কৃতজ্ঞতা
ছবি : সংগৃহীত

ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় দলটির পক্ষ থেকে দেশবাসী, অতিথি ও সংশ্লিষ্ট সব মহলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার রোববার (২০ জুলাই) এক বিবৃতি দেন। তিনি বলেন, জাতীয় সমাবেশে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, শিক্ষক, ছাত্র, কৃষক, শ্রমিক, ওলামায়ে কেরাম, অমুসলিম প্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। তাদের অংশগ্রহণ ও সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেছে ডিএমপি, ট্রাফিক বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ওয়াসা ও গণপূর্ত বিভাগ। আবহাওয়াও ছিল অনুকূলে। আল্লাহর অশেষ দয়ায় এবং সবার সহযোগিতায় এই আয়োজন সফল হয়েছে। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, আমরা আশা করি, ভবিষ্যতেও দেশের জনগণ জামায়াতের প্রতি তাদের আস্থা ও সমর্থন অব্যাহত রাখবে। আমরাও দেশ ও জাতির কল্যাণে সর্বশক্তি দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

এছাড়া, অসুস্থ আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে দেখতে ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং আশু আরোগ্যের জন্য দোয়া করেন। দেশি-বিদেশি বহু শুভাকাঙ্ক্ষীও তাঁর সুস্থতা কামনায় দোয়া করেছেন। এ সকলের প্রতি আমিরে জামায়াত কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow