জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান
সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
শুক্রবার রাত ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান।
এদিন বিকাল ৫টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে রয়েছেন বিএনপির শীর্ষস্থানীয়সহ ও অসংখ্য নেতাকর্মী।
পরে রাত সাড়ে ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তাকে বহনকারী বাস ও গাড়িবহর।
What's Your Reaction?

