ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, থানায় অভিযোগ

Apr 19, 2025 - 15:01
 0  6
ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার ওপর হামলা, থানায় অভিযোগ
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির রাজাপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক আল শাহরিয়ার নিবিরের (১৯) ওপর হামলার অভিযোগ উঠেছে একই আন্দোলনের আরেক কর্মী খায়রুলের (২২) বিরুদ্ধে। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরনো একটি ভবনে নিয়মিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বসে কাজ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম অনুমতি দিয়েছেন এই ভবনটি ব্যবহারের জন্য। কিন্তু অভিযুক্ত খায়রুল এর আগেও একাধিকবার ওই ভবনে তালা লাগিয়ে বসতে বাধা দিয়েছেন নেতাকর্মীদের।

এ ঘটনার ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বিকেলে আন্দোলনের নেতা নিবির এবং তার সহকর্মীরা তালা খুলে ভবনে বসেন। তখন তারা খায়রুলকে ডেকে তালা দেওয়ার কারণ জানতে চাইলে খায়রুল ক্ষিপ্ত হয়ে উঠেন। অভিযোগ অনুযায়ী, এরপর খায়রুল ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি নিবিরের ওপর অতর্কিতে হামলা চালায়। তারা নিবিরকে এলোপাথাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকিও দেয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নিবিরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। নিবিরের মাথা ও শরীরে একাধিক স্থানে জখম হয়েছে বলে জানা গেছে।

অভিযুক্ত খায়রুল, যিনি রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের মহাসিন খানের ছেলে, তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

রাজাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আন্দোলনের নেতারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow