ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন, বিনামূল্যে টিকা পাবে ৪ লাখ শিশু

ঠাকুরগাঁও প্রতিনিধি
সারাদেশব্যাপী চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলায় ৪ লক্ষাধিক শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে।
রোববার (১২ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আখতারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রথম দিন ঠাকুরগাঁও সদর উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১১টি প্রতিষ্ঠানে ৯ থেকে ১৪ বছর বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলার ৪ লক্ষ ২০ হাজার ৮২২ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘‘টাইফয়েড টিকাদান কর্মসূচি শতভাগ সফল করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। সকলের সহযোগিতায় আমরা এই বিশাল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে পারব। এতে শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি কমে আসবে।’’
স্বাস্থ্য বিভাগ জানায়, এই কর্মসূচির মাধ্যমে জেলার ভবিষ্যৎ প্রজন্মকে টাইফয়েডের মতো জটিল রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।
What's Your Reaction?






