কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে : সারজিস আলম

Oct 19, 2025 - 23:42
 0  2
কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে : সারজিস আলম
ছবি : সংগৃহীত

রংপুর প্রতিনিধি

কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মহানগরীর হোটেল তিলোত্তমায় প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিভাগীয় সমন্বয়ক আতিক মুজাহিদ, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিবসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না করে, ২৪ এর গণহত্যা, শাপলা-বিডিআর হত্যার বিচার না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা। শহীদ ও আহতদের কথা ভুলে গিয়ে সরকার যদি শুধু নির্বাচনের কথা বলে, তাহলে বাংলাদেশে মানেুষের কাছে এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, শহীদ পরিবারগুলোর জন্য এখন এই সরকার কোন মাসিক ভাতা দেয়া শুরু করেনি। এই মুহুর্তে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন তারা। তাদের জন্য দ্রুত ভাতার ব্যবস্থা করতে হবে।

এর আগে, রংপুর জেলা ও মহানগর এনসিপির সমন্বয় কমিটির সাথে সমন্বয় সভা করেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow