ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি দল মুনাফেকের ট্রেনিং সেন্টার খুলেছে : তৌহিদুর আওয়াল

পাবনা প্রতিনিধি
ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি দল মুনাফেকের ট্রেনিং সেন্টার খুলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আওয়াল। তিনি বলেন, মুনাফেক তাকেই বলে যার কথা কাজে মিল নেই, ছাত্রশিবির মুনাফেকী করতে করতে আজ তারা বিলুপ্তির পথে, তারা সবসময় গুপ্ত রাজনীতি করে এসেছে। পনের বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গুন্ডা বাহিনী যে ত্রাশের রাজনীতি কায়েম করেছিলো ঠিক এখন ছাত্রশিবিরও সেই পথে হাটছে।
ডাকসু নির্বাচনের মাধ্যমে তা প্রমান করেছে। সোমবার ২৪ অক্টোবর পাবনায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদল কমিটি গঠনে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম ১২-এর উদ্যোগে পাবনা জেলা ছাত্রদলের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল, রাজিব আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোকছেদুল মোমিন মিথুন, পাবনা জেলা ছাত্রদলের সভাপতি মো: আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স মো: কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাত্রদল একটি শিক্ষা ও আন্দোলনমুখী সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে। এ সময় পদপ্রত্যাশীদের যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মান যাচাই করা হয়।
সাক্ষাৎকার শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা হৃদয় হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ রাকিব হোসেন, সহ-সভাপতি শ্রাবণ সহ পাবনা জেলার বিভিন্ন ইউনিট এর নেতাকর্মীবৃন্দ, এসময় উপস্থিত ছিলেন, পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্রদলে পদপ্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ।
What's Your Reaction?






