তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে সফর সঙ্গী হচ্ছেন যারা

Dec 24, 2025 - 16:13
 0  4
তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনে সফর সঙ্গী হচ্ছেন যারা
ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন আগামীকাল। এরইমধ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তার সফর সঙ্গীরা। তবে এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে কারা তার সঙ্গে আসছেন তা নিয়ে কৌতুহল রয়েছে জনমনে।

সংশ্লিষ্ট সূত্রের খবর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দলের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হয়েছে।

আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

তাছাড়া এই ফ্লাইটের বিজনেস ক্লাসে এই ছয় জনের বাইরে নিজস্ব অর্থে যারা টি‌কিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন—মাহিদুর রহমান, মুজিবুর রহমান মু‌জিব, খছরুজ্জামান খছরু, না‌সির আহমদ শাহীন, র‌হিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ,‌ গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবায়ের বাবু, এম এ সালাম, ডা‌লিয়া লাকু‌রিয়া প্রমুখ।

এ ফ্লাইটের বিজনেস ক্লাসের ওয়ানও‌য়ে টিকিট ৩ হাজার ৬০০ পাউন্ডে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।

বিজনেস ক্লাসের বাইরে আরও প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসের টি‌কিট কেটেছেন।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইটালীর বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ বিমানের ফ্লাইটে। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow