নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দাদার কারাগারে মৃত্যু

Nov 13, 2025 - 02:09
 0  2
নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দাদার কারাগারে মৃত্যু
ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ছয় বছরের নাতনিকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়া শাফি সিকদার (৭৫) নামে এক বৃদ্ধ কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর জেলা কারাগারের জেলার মো. নজরুল ইসলাম জানান, শাফি সিকদার ২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে আসেন। তিনি শুরু থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শাফি সিকদার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের রজব আলী সিকদারের ছেলে।

গত ৩১ অক্টোবর সকালে শাফি সিকদার ১০ টাকার লোভ দেখিয়ে নিজের একতলা ভবনে ছয় বছরের নাতনিকে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটি চিৎকার দিলে আশপাশের নারীরা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার পরের দিন ১ নভেম্বর শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ সেদিন সন্ধ্যায় শাফি সিকদারকে গ্রেপ্তার করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow