নির্বাচনে কেউ অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে : সারজিস

Feb 16, 2025 - 18:27
 0  5
নির্বাচনে কেউ অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে : সারজিস
ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোন দল বা অপশক্তি অরাজকতা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে ‘ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইনে বক্তব্য দেওয়ার সময় সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে প্রতিটি জেলা, উপজেলায় তারাই নতুন বাংলাদেশের নেতৃত্বের সামনের সারিতে থাকবে। আমরা আশা করছি চলতি ফেব্রুয়ারি মাসেই দেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা হবে। ফ্যাসিস্ট বিরোধী ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল হবে, সেই দল সব শ্রেণিপেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে। ৫ আগস্টের আগে এ দেশে যারা চাঁদাবাজি, দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করতো সেই অরাজকতা এখনো বন্ধ হয়নি। অন্য কোন দল, অন্য কোন অপশক্তি সেই চাঁদাবাজি, দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ছাত্রদের নতুন দল হবে জনগণের দল।”

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিল সাইফুল্লাহ-সহ নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow