সিনিয়র আলোকচিত্রী মেহেদী হাসানের কন্যা ইভা মনির বৃত্তি অর্জন

Sep 14, 2025 - 20:34
 0  8
সিনিয়র আলোকচিত্রী মেহেদী হাসানের কন্যা ইভা মনির বৃত্তি অর্জন
ছবি : সংগৃহীত

কেরাণীগঞ্জ প্রতিনিধি

ভেনাস এডুকেশন সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল-২০২৪ এ দৈনিক যুগান্তরের সিনিয়র আলোকচিত্রী মোহাম্মদ মেহেদী হাসানের কন্যা মারিয়া আক্তার ইভা মনি এ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

রোববার কেরাণীগঞ্জের আরজু টাওয়ার, বাবর আলী রোড আগানগর ছোট মসজিদ সংলগ্ন সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেরাণীগঞ্জ শাখার অডিটরিয়ামে এক প্রাণবন্ত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ নবুয়ত আলী। বিশেষ অতিথি ছিলেন, সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক তোফাজ্জল হোসেন তপু ও আতিকুর রহমান। সঞ্চালনা করেন সহ-প্রধান শিক্ষক (বাংলা ভার্সন) মোঃ জুলফিকার আলী।

অধ্যক্ষ নবুয়ত আলী তার বক্তব্যে বলেন, “ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষাই আলোর পথ দেখায়।”

অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে মেহেদী হাসান বলেন, “আজ আমার জীবনের এক আনন্দঘন দিন। আমার কন্যা এ গ্রেডে বৃত্তি অর্জন করেছে-এটি আমার জন্য গর্বের বিষয়।”

উল্লেখ্য, এ বছর ট্যালেন্টপুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেড-এই তিন ক্যাটাগরিতে মোট ২১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে সিটি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও আগানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, পি.এম. পাইলট স্কুল অ্যান্ড কলেজ এবং আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow