আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকার মুন গেস্ট হাউয়ে অসামাজিক কার্যকলাপে অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ নারী সহ আটজনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার সকাল বেলা ১১ টার দিকে আটককৃত আদালতে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- রাজমনি (১৯), সুমি আক্তার (২২), আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), মেহেদী হাসান অভি (২৫), নাজমুল হাসান জিসান (২৪), আবুল হোসেন (৪১), সুমন (২৫) ও জুলহাস (৩০)।
থানা পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে অভিযোগে ২জন নারীসহ ৮জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২জন গেস্ট হাউসের স্টাফ রয়েছে বলে জানা যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, অসামাজিক কার্যকলাপে অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?






