সৈয়দপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

সৈয়দপুর প্রতিনিধি
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শনিবার নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে বিশাল জশনে জুলুস। সকাল থেকেই শহরে ছিলো ধর্মীয় উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ।
প্রায় ৩ শতাধিক খণ্ড মিছিল নিয়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে শিশু, কিশোর, যুবক ও প্রবীণরা জড়ো হন সৈয়দপুরের ঐতিহাসিক রেল মাঠে। সেখান থেকে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ জুলুস বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেল মাঠে এসে সমবেত হয়।
জশনে জুলুস শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আলে রাসুল আউলাদে গাউসে পাক হযরত আল্লামা সৈয়দ ফায়যান আশরাফ আশরাফী আল জিলানী (ভারত)।
স্থানীয় মুসল্লিরা জানান, এ আয়োজনের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন দৃঢ় হয়।
What's Your Reaction?






