নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালো ইউরোপীয় ইউনিয়ন

Nov 14, 2025 - 03:11
 0  4
নির্বাচন ও গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালো ইউরোপীয় ইউনিয়ন
ছবি : সংগৃহীত

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইইউ বাংলাদেশের অফিসিয়াল পেজে এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গণতান্ত্রিক নির্বাচনকে সমর্থন করে ইইউ। আগামী বছরের ফেব্রুয়ারিতে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রধান উপদেষ্টা ইউনূসের নেতৃত্বকে স্বাগত জানাই।’

সকল ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যের ব্যাপারে পরামর্শও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়ে ফেসবুক বার্তায় বলা হয়, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে পরবর্তী পদক্ষেপগুলোতে গঠনমূলকভাবে সম্পৃক্ত হওয়ার জন্য উৎসাহিত করছি।’

আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঘোষণায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে বলে জানান।

চারটি বিষয়ে একটি প্রশ্নে হবে এই গণভোট। গণভোটে পাস হলে আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে। এছাড়া সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow