ফরিদপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
“টাইফয়েড জ্বর প্রতিরোধের টিকা নেবো দল বেঁধে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়াসহ অন্যান্য শিক্ষক ও স্বাস্থ্যকর্মীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির আওতায় নগরকান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে নিবন্ধিত সর্বমোট ৫৫হাজার ২শ ৯জন শিক্ষার্থীকে টাইফয়েড প্রতিরোধী টিকা প্রদান করা হবে।
What's Your Reaction?






