বর্বরোচিত হত্যাকাণ্ড ও চাঁদাবাজির প্রতিবাদে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
পাথর নিক্ষেপ করে বর্বরোচিত হত্যাকাণ্ডসহ সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া শহর শাখা।
শনিবার (১২ জুলাই) বিকেলে কুষ্টিয়া শহরের বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “দেশে আইনের শাসন নেই বলেই একের পর এক অমানবিক হত্যাকাণ্ড ঘটছে। পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা কিংবা খুনিদের রাজনৈতিক আশ্রয়ে রক্ষা পাওয়ার চিত্র নতুন কিছু নয়। সাধারণ মানুষের নিরাপত্তা এখন ভয়াবহ হুমকির মুখে।”
তারা আরও বলেন, “দেশজুড়ে চলছে চাঁদাবাজির রাজত্ব। রাজনৈতিক ছত্রছায়ায় একটি শ্রেণি জনগণের ওপর জুলুম চালিয়ে যাচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে রয়েছে এবং থাকবে।”
সমাবেশে কুষ্টিয়া শহর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর আন্দোলনের ডাক দেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
What's Your Reaction?






