দলীয় মনোনয়ন পাননি বিএনপি নেতা সোহরাব উদ্দিন, নেতাকর্মীদের বিক্ষোভ-সড়ক অবরোধ

Nov 4, 2025 - 00:39
 0  1
দলীয় মনোনয়ন পাননি বিএনপি নেতা সোহরাব উদ্দিন, নেতাকর্মীদের বিক্ষোভ-সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আসন্ন সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে তার কর্মী ও সমর্থকেরা।

সোমবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-২ (সদর) আসনে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে দলীয় প্রার্থী ঘোষণার পর বিক্ষুব্ধ বিএনপি’র নেতাকর্মীরা কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে।

বিপুল নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে রেলগেট বন্ধ করে সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘন্টাব্যাপী চলে তাদের কর্মসূচি।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা দাবি করেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন একজন ত্যাগী ও যোগ্য নেতা। তাকে প্রার্থী ঘোষণা না করা অন্যায় হয়েছে। এ সময় প্রকৌশলী জাকির হোসেন সরকারের প্রার্থিতা বাতিল করে সোহরাব  উদ্দিনের নাম ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি ছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ নেন বিক্ষোভ কর্মসূচিতে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow