মাদারীপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ

Nov 4, 2025 - 00:42
 0  2
মাদারীপুরে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ
ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ মাদারীপুর-১ আসনে মনোনয়নবঞ্চিত সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। তাকে দলীয় মনোনয়ন না দেয়ায় সোমবার রাত (৩ নভেম্বর) ৭টার দিকে ঢাকা-ভাঙ্গী এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে তার কর্মী-সমর্থকরা। এসময় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা যায়, মাদারীপুর জেলা বিএনপির কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী দীর্ঘ দিন ধরে মাদারীপুর-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশায় মাঠে সবর ছিলেন। কিন্তু সোমবার দলীয় হাইকমান্ড থেকে এ আসনে দলীয় মনোনয়ন দেয় শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল কামাল নুরুদ্দীন মোল্লাকে। এতে ক্ষুব্ধ হয়ে উঠে লাভলু সিদ্দিকীর কর্মী-সমর্থকরা। এর প্রতিবাদে ঢাকা-ভাঙ্গা এক্সেপ্রেসওয়ের পাচ্চরে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় বিএনপির মনোনয়নকে ধিক্কার জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। সর্বশেষ রাত সোয়া ৯টা পর্যন্তও অবরোধ চলছে। যদিও পুলিশ ও স্থানীয় প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এবিষয় কথা বলতে রাজি হয়নি সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী।

সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থক কাদের হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপির মনোনয়নের জন্যে মাঠে লড়েছেন লাভলু সিদ্দিকী। তিনি ২০১৮ সালে এ আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষে নির্বাচন করেছেন। কিন্তু তার মতো এমন ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য একজনকে দলীয় মনোনয়ন দেয়ায় তীব্র প্রতিবাদ জানাই। আশা রাখি দলের হাই কমান্ড বিষয়টি বিবেচনা নিয়ে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিবেন। এতে দলীয় নেতা-কর্মীরা খুশি হবেন।’

এ ব্যাপারে মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান মুঠোফোনে জানান, ‘বিএনপি একটি বড় দল, এখানে প্রতিটি আসনে ৪ থেকে ৫ জন প্রার্থী মনোনয়ন দাবি করেছেন। কেউ মনোনয়ন পাবে, কেউ পাবে না, এটাই স্বাভাবিক। তবে মনোনয়ন না পেয়ে এমন কোন কাজ করা যাবে না, যাতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। তাই আশা রাখবো, দলীয় নেতা-কর্মীরা যেন এমন কোন কর্মকাণ্ড না করে যাতে বিএনপির ভাব মূর্তি নষ্ট হয়। আপাতত মাদারীপুর-২ আসনেও কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি। খুব দ্রুতই তাও প্রকাশ করা হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow