বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০

Aug 17, 2025 - 17:23
 0  3
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে, আহত ১০
ছবি : সংগৃহীত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে বাউফল-লেবুখালী-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় গাড়িতে থাকা ১০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে চেয়ারম্যান পরিবহনের একটি বাস ১১ জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি বাউফল-বগা সড়কের আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি ছোট। কিন্তু এই সড়ক দিয়ে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালান। বেপরোয়া চালানোর কারণে প্রায়ই  দুর্ঘটনা ঘটে।

আশ্রাফ (৪০) নামের এক যাত্রী জানান, চালককে বার বার বলা সত্ত্বেও গাড়ির গতি কমাননি। কিছুক্ষণ পরে গাড়িটি পুকুরে পড়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আতিক বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow