যুদ্ধবিরতির পর ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি

Oct 13, 2025 - 00:07
 0  2
যুদ্ধবিরতির পর ২৪ ঘণ্টায় গাজায় ফিরল পাঁচ লাখের বেশি ফিলিস্তিনি
ছবি : সংগৃহীত

দুই বছরের ভয়াবহ যুদ্ধ শেষে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম ২৪ ঘণ্টায় গাজায় ফিরেছেন পাঁচ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শুক্রবার (১০ অক্টোবর) ইসরায়েলের হামলা বন্ধ হওয়ার পর থেকে শনিবার পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ গাজায় ফিরেছেন।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাস্সাল জানান, যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে গাজা সিটিতে গণহারে মানুষ ফিরতে শুরু করে। তবে ফেরার পর তারা দেখছেন, তাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা জানান, এই ফেরা তাদের নিজেদের ঘরে নয়, বরং এক ধ্বংসস্তূপে, এক বিরানভূমিতে। তারা বলছেন, তাদের মহল্লা, তাদের বাড়িঘর সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে পাড়া-মহল্লা একসময় শিশুদের হাসিতে মুখর ছিল, আজ সেখানে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা দেয়াল, পলেস্টেরা আর ধুলার স্তর। সেখানে এখনও শান্তির কোনো নাম-নিশানা খুঁজে পাওয়া যাচ্ছে না। 

এখনো প্রায় ৯ হাজার ৫০০ মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে কাজ চলছে। শনিবার সকাল থেকে কমপক্ষে ১৫৫ জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। কিন্তু পর্যাপ্ত যন্ত্রপাতির অভাবে উদ্ধার কার্যক্রম ধীরগতিতে চলছে। খবর মিডল ইস্ট আইয়ের। 

এদিকে মানবিক সহায়তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মিশরের রাফাহ সীমান্ত দিয়ে রোববার থেকে ত্রাণ প্রবেশের কথা থাকলেও এখনো তা পূর্ণমাত্রায় শুরু হয়নি। জাতিসংঘের হিসাবে, বর্তমানে গাজার বাইরে প্রায় এক লাখ ৭০ হাজার মেট্রিক টন খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী আটকে আছে, যা যুদ্ধবিরতি স্থিতিশীল থাকলে দ্রুত পাঠানো সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow