শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজন আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— ওমর ফারুক (৪২), ফরহাদ হোসেন (৪০) ও আব্দুল জলিল (৩৫)। তারা আওয়ামী লীগের নেতা নাকি কর্মী সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। আমরা যাচাই করছি, তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’কে ঘিরে বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই সাধারণ মানুষের নিরাপত্তা ও অপরাধ দমনে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল নিয়ে পুলিশকে টহল ও মহড়া দিতে দেখা গেছে।
What's Your Reaction?

