গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক

Nov 13, 2025 - 00:54
 0  1
গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা আটক
ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পেট্রোল বোমাসহ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পুলিশের সোপর্দ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে স্থানীয় জনতা ওই তিন জনকে আটক করে।

আটককৃতরা হলেন, ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক রাসেল (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০ টার দিকে স্থানীয় জনতা ওই তিন জনকে আটক করে। এসময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে একটি পেট্রোল বোমা সদৃশ বস্তু দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন তাদের পেট্রোলবোমাসহ হাতেনাতে ধরেছে। পরে আমরা খবর পেয়ে তাদের আটক করে থানা হেফাজতে এনেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow