নবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

Jul 19, 2025 - 15:54
 0  3
নবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি
ছবি : সংগৃহীত

নবাবগঞ্জ প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি হাতে নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কর্মসূচিটি পালিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচিটি পালন করা হয়।

শহীদদের স্মরণ ও পরিবেশ সুরক্ষায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ রাকিব এবং শহীদ ইয়াসিনের নামে দুটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারবর্গকে সেলাই মেশিন ও উপহার সামগ্রী দেওয়া হয়।  পাশাপাশি শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

শহীদ রাকিব ও শহীদ ইয়াসিনের পরিবার বলে, গণতন্ত্রের জন্য, দেশের জন্য তারা জীবন দিয়েছেন। শহীদদের স্মরণে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সন্তানদের দেখতে না পেলেও অন্তত উপজেলা পরিষদে এসে কৃষ্ণচূড়া গাছ দেখে হাতের অনুভব করতে পারব।

বৃক্ষরোপণের পর শহীদ রাকিব ও শহীদ ইয়াসিনের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow