সাগরপাড়ে তরুণীর সঙ্গে সৃজিতের সেলফি মুহূর্তেই ভাইরাল

সাগরপাড়ে এক তরুণীর সঙ্গে দেখা গেছে তাকে। ভারতের ওড়িশার পুরী সমুদ্র সৈকতে পরিচালক সৃজিত মুখার্জির তোলা একটি সেলফি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিতে তার সঙ্গে রয়েছেন ওপার বাংলার নবাগত অভিনেত্রী সুস্মিতা। তরুণীর ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা ছবির ক্যাপশন— “স্যার চোখের মধ্যে।” একই সঙ্গে ফেসুকেও ছবিটি পোস্ট করেন সুস্মিতা। আর তাতেই চড়েছে কৌতূহলের পারদ।
জানা গেছে, সৃজিত মুখার্জির পরবর্তী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে অভিনয় করছেন সুস্মিতা। সিনেমার শুটিং চলছে পুরী সমুদ্র তটে, যেখানে এই সেলফিটি তোলা হয়েছে। এর আগে ‘মৃগয়া’ সিনেমার একটি আইটেম গানে অংশ নিয়ে আলোচনায় আসেন সুস্মিতা। তবে সৃজিতের সঙ্গে ছবিটি শেয়ার করায় ফের উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। আরও জল্পনা বেড়েছে, কারণ ছবির নিচে সৃজিত নিজেই দিয়েছেন লাভ রিয়্যাকশন। স্বাভাবিকভাবেই মিশ্র প্রতিক্রিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা।
অন্যদিকে, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এই সিনেমায় ‘বিনোদিনী’ চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিত্যানন্দ প্রভুর ভূমিকায় যিশু সেনগুপ্ত ও গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে রয়েছেন ব্রাত্য বসু। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমায় উঠে আসছে শ্রী চৈতন্য, নটী বিনোদিনী এবং গিরিশচন্দ্র ঘোষের তিনটি ভিন্ন সময়কাল। শ্রী চৈতন্যর ভূমিকায় থাকছেন দিব্যজ্যোতি দত্ত।
What's Your Reaction?






