সাভার পিতাকে হত্যা পর ৯৯৯ কল করে মেয়ের আত্মসমর্পণ

May 8, 2025 - 21:24
 0  3
সাভার পিতাকে হত্যা পর ৯৯৯ কল করে মেয়ের আত্মসমর্পণ
ছবি : সংগৃহীত

মোঃ মনির মন্ডল, সাভার

সাভারে পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় একটি রুমে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তার মেয়ে। ঘাতক মেয়ে পিতা কে হত্যার পর ৯৯৯ কল করে আত্মসমর্পণ করেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত ভোর ৪ ঘটিকার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে বলেন, আমি আমার পিতাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪ ঘটিকার ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।

নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।

পুলিশ ও ঘাতক মেয়ে জানান, গত ২০২২ সনে সিংড়া থানার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না।

ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাত কে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow