কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Jul 16, 2025 - 22:04
 0  4
কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ছবি সংগৃহীত

শাকিল হোসেন, গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় দেশ ও গনতন্ত্র বিরোধী অপশক্তি দ্বারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ষড়যন্ত্র মূলক অশালীন প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকালে কালিয়াকৈর ফুলবাড়িয়া রোডে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের  আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ফুলবাড়িয়া রোড় থেকে শুরু  করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান এর সভাপতিত্বে ও কালিয়াকৈর পৌর বিএনপির   সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সঞ্চালনায়   প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির   সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মাষ্টার, হযরত আলী মিলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. কামরুজ্জামান, গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সূএাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমীন, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow