মুরাদনগরে প্রত্যেক ইউনিয়নে বিএনপির বিক্ষোভ, অপপ্রচারকারীদের বিরুদ্ধে হুশিয়ারী

কুমিল্লা প্রতিনিধি
গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানকে জড়িয়ে কটুক্তির প্রতিবাদ ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
বুধবার (১৬ জুলাই) বিকেলে সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর নির্বাচনী আসন কুমিল্লা (৩) মুরাদনগরের প্রত্যেক ইউনিয়নে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ফুঁসে ওঠে বিএনপি ও জনতা।
মুরাদনগরের মাটি কায়কোবাদের ঘাটি, অপপ্রচার করিস নারে পিঠের চামড়া থাকবে না রে সহ নানান স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মুরাদনগর।
মুরাদনগরের ২২ টি ইউনিয়নের ২২ টিতেই বিক্ষোভ মিছিল করে প্রত্যেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। বিএনপির মিছিলে জনস্রোতে মিছিলের নগরে পরিণত হয়েছে মুরাদনগর।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও তাদের দোসররা এনসিপিসহ বিভিন্ন দলে ভিড় করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। মুরাদনগরে প্রশাসনের সহযোগিতায় আওয়ামীলীগ নেতাদের সাথে নিয়ে এনসিপি মব তৈরির চেষ্টা করছে। আমাদের শ্রদ্বেয় নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জনপ্রিয় নেতা তারুণ্যের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান মুরাদনগরের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় জননেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা সকল ষড়যন্ত্রকারী অপপ্রচারকারীদের হুশিয়ার করে দিতে চাই, সাবধান হয়ে যান,ভাল হয়ে যান, অন্যথায় জনগন আপনাদের বিরুদ্ধে রুখে দাড়াবে ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়ার নেতৃত্বে নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের নেতৃত্বে সদর ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহির সিদ্দিকী, আনিছ খান ও গাজী আব্দুল বাছিরের নেতৃত্বে বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিসের নেতৃত্বে নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির মিছিল,উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদের নেতৃত্বে আকবপুর ইউনিয়ন বিএনপির মিছিল, সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদের নেতৃত্বে জাহাপুর ইউনিয়ন বিএনপির মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও ২২ টি ইউনিয়নের মিছিলগুলোতে ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমেদ বাদশাহসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
What's Your Reaction?






