এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক ব্লকেড

Jul 16, 2025 - 19:36
 0  3
এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় মহাসড়ক ব্লকেড
ছবি সংগৃহীত

মোঃ মনির মন্ডল, সাভার

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ার  নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়ক ব্লকেড করেছে এনসিপির নেতৃবৃন্দরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকা এবং  ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করেন তারা।

জানা যায়, গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে সারাদেশের মত নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের নেতৃত্বে ব্লকেড করা হয়। এতে ওই মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ আয়াধারণ মানুষ। পরে বিকেল পৌণে ৬টার দিকে তারা ময়াসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্র সমাজের সদস্য সচিব ফরিদ আহমেদ সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার যুগ্ন আহবায়ক লিখন, আদিল ও আপন সহ দুই শতাধিক নেতাকর্মী।

এদিকে, একই কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকা ব্লকেড করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow