সিরাজগঞ্জে বিএনপি নেতা আনিসের বিরুদ্ধে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Aug 13, 2025 - 13:54
 0  7
সিরাজগঞ্জে বিএনপি নেতা আনিসের বিরুদ্ধে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিএনপি নেতা আনিসের বিরুদ্ধে স্বর্ণ ব্যবসায়ীর কাছে থেকে ২ ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শিয়ালকোল বাজারে।

এঘটনায় ভুক্তভোগী ওই স্বর্ণ ব্যবসায়ী সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত আনিসুর রহমান আনিস শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।

ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে অবস্থিত বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী শফিকুল ইসলাম এক বছর পুর্বে শিয়ালকোল ইউনিয়নের জগৎগাতি গ্রামের হবিবর রহমানের মেয়ের নিকট থেকে পুরাতন ১ ভরি ৪ আনা স্বর্ণের গহনা তৎকালীন বাজারমুল্য ৯৬ হাজার টাকা দিয়ে কিনে নেন। দীর্ঘদিন পর সম্প্রতি শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান বিসমিল্লাহ জুয়েলার্সে গিয়ে শফিকুল ইসলামের কাছে ওই স্বর্ণ বাবদ দুই লাখ টাকা দাবী করেন। এতে স্বর্ণ ব্যবসায়ী শফিকুল টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ অবস্থায় গত ৪ আগষ্ট সন্ধ্যার পর বিএনপি নেতা আনিসসহ বেশ কয়েকজন ব্যক্তি শফিকুলের দোকানে গিয়ে আবারো টাকা দাবী করেন। নচেত স্বর্ণ ফেরত দিতে বলেন। না দিলে দোকান বন্ধ করে দেয়ার হুমকি দেন। এক পর্যায়ে আনিস জোরপুর্বক দোকানে ঢুকে শফিকুলের গলাটিপে ধরে মারপিট করে এবং ক্যাশ থেকে ব্যবসার নগদ তিন লাখ টাকা ও ২ ভরি স্বর্ণ  ছিনিয়ে নিয়ে যায়। একই সাথে দোকান তালাবদ্ধ করে শফিকুলকে দোকান থেকে বের করে দেন। এ ঘটনার পর থেকে ওই দোকান বন্ধ রয়েছে।

ভুক্তভোগী শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। বিএনপি নেতা বলে কেউ ভয়ে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না। নিরুপায় হয়ে পরে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি ঘটনার সুষ্ঠতদন্ত পুর্বক টাকা ও স্বর্ন ফেরতের দাবী জানাচ্ছি। একই সাথে সন্ত্রাসী আনিসের বিচার দাবী করছি। অন্যদিকে, গত বছর ৫ আগস্টের পর থেকে শিয়ালকোল ইউনিয়নে আনিস ব্যাপক সন্ত্রাসী ও চাঁদাবাজি করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকাও হাতিয়ে নিয়েছে এই বিএনপি নেতা আনিস। এছাড়াও বিভিন্ন বিচার শালিসের নামে বাদী-বিবাদী নিকট থেকে টাকা আদায় করে থাকে। এমনকি শিয়ালকোল বাজারে কোন দোকান ঘর ভাড়া নিলেও তাকে টাকা দিতে হয়। না হলে কেউ ব্যবসা করতে পারবে না বলেও তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতা আনিস বলেন, ওই দোকানে মাঝে-মধ্যেই চোরাই স্বর্ন বেচাকেনা হতো। ওই দুই ভরি স্বর্নও ওই মহিলা চুরি করে বিক্রি করেছে। এ কারনে স্বর্ন ফেরত দিতে বলা হয়েছিল। না দেয়ার কারনে ওইদিন রাতে ওই মহিলার স্বজনরা দোকানে এসে গন্ডগোল শুরু করে। সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি মিমাংসার স্বার্থে দোকান বন্ধ করে দেই এবং শফিকুলের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার কাছে রেখেছি। তিনলাখ টাকা ও ২ ভরি স্বর্নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ব্যাপারে মোবাইলে কথা বলব না, যা বলার সামনা সামনি বলব।

অভিযোগের বিষয়ে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমানকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow