সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৫ জেলে

Sep 22, 2025 - 16:30
 0  15
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ৫ জেলে
ছবি : সংগৃহীত

জসিম উদ্দিন, মোংলা

পৃর্ব সুন্দরবনে বন বিভাগের পৃথক দুইটি অভিযানে কীটনাশকসহ ৫ জেলেকে আটক করা হয়েছে। ওই সময় জব্দ করা হয়, নৌকা, নিষিদ্ধ জাল ও মাছ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন, পৃর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা রবিবার সন্ধ্যায় বন সংলগ্ন বেতমোর নদী এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় দেখতে পায় কীটনাশক দিয়ে কয়েকজন জেলে মাছ ধরছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিন জেলেকে আটক করে করা হয়। আটককৃত দের কাছ থেকে দুইটি কিটনাশকের বোতল, অবৈধ পাটাজাল, ৪০ কেজি চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়।

আটককৃত জেলেরা হলেন, মো. খলিল, আল আমিন, মো. জাহিদ। এরা সকলে বাগেরহাট জেলার শরণখোলার রায়েন্দা এলাকার বাসিন্ধা।

এদিকে শরণখোলা রেঞ্জের দুধ মখী ডলফিন অভয়ারণ্য এলাকার ভাইজোড়া খালে রবিবার বিকালে আরো একটি অভিযান চালায় বন বিভাগ। এসময় কীটনাশক দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করা হয়। ওই সময় জব্দ করা হয় দুইটি নৌকা, ১টি চরপাটা জাল, ৫টি কীটনাশকের বোতল।

আটককৃতরা হলেন, বাবুল হাওলাদার ও ইব্রাহীম ব্যাপারী। দুইজনের বাড়ী বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বলে জানায়, বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ সি এফ) রানা দেব জানান, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলার রুজু করা হয়েছে এবং মামলার আসামিদের সোমবার সকালে বাগেরহাট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow