স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

Dec 19, 2025 - 17:31
 0  3
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ ৩ দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার, আসামিদের বাংলাদেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

বিক্ষোভে তারা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে রয়ে যাবো’, ‘তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের নেতারা দাবি করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণেই ঢাকা নগরী মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাই আগামীকালের মধ্যেই তার পদত্যাগ করতে হবে।

তারা বলেন, আমার ভাইয়ের জানাজার পূর্বেই এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আগামীকাল জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

এ সময় তারা আরও বলেন, যতদিন পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হবে, ততদিন বাংলাদেশে ভারতীয় হাইকমিশন থাকতে পারবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow