আশুলিয়ায় বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন ও ব্লাড ডোনেট

নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে আলোচনা সভা মিলাদ মাহফিল ও রক্তদান কর্মসূচির আয়োজন করে দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশন। এতে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান ইদ্রিস ব্লাড ডোনেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন রানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান, সাভার উপজেলা ও আশুলিয়া থানা শ্রমিক দলের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সোবহান, সাবেক আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সেখানে জুলাই আগস্ট এর নিহত শহীদ শ্রাবণ গাজীর কবর জিয়ারত করে। পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।
What's Your Reaction?






