ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনায় ডিপজলের দোয়া প্রার্থনা

মস্তিষ্কের টিউমারে আক্রান্ত ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। গত মাসের শেষ দিকে এই খবর প্রকাশ্যে এলে এ নিয়ে উদ্বেগ প্রকাশ শুরু করেন ইন্ডাস্ট্রির সহকর্মী শিল্পী, পরিচালক, প্রযোজক এবং সাধারণ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া মাহফিল হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতিতে। এবার তার জন্য প্রার্থনা করলেন সমিতির সাধারণ সম্পাদক প্রযোজক, পরিচালক ও জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন তিনি।
রোববার (১২ অক্টোবর) ৩টা ২৪ মিনিটে ফেসুবক ভেরিফায়েড অ্যাকাউন্টে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে নিজের তোলা একটি ছবি পোস্ট করেন অভিনেতা ডিপজল। এতে ক্যাপশনে তিনি লেখেন, ‘ইলিয়াস কাঞ্চন ভাই অসুস্থ। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন। তার জন্য কোটি মানুষের দোয়া, মহান আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং আগের মতো উদ্যমী, প্রাণবন্ত রূপে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। ভালোবাসা ও প্রার্থনায় আমরা আছি তার পাশে।’
এদিকে জানা গেছে, বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন। গত আগস্টে লন্ডনের উইলিংটন হাসপাতালে মাথায় অস্ত্রোপচার হয় তার। সেখানে টিউমারের কিছু অংশ অপসারণ করা হয়, তবে ঝুঁকির কারণে পুরোটা সম্ভব হয়নি। আর এখন রেডিয়েশন ও কেমোথেরাপি-টার্গেট থেরাপি নিচ্ছেন।
ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সপ্তাহে পাঁচদিন করে ছয় সপ্তাহ এই থেরাপি নিতে হবে তাকে। তারপর চার সপ্তাহ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
What's Your Reaction?






