উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা

Mar 24, 2025 - 22:53
 0  4
উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা
ছবি : সংগৃহীত

আরিয়ান খান, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সয়াবিন তেল ব্যবহার করে কারখানায় তৈরি হচ্ছে চানাচুর। উৎপাদন করে বাজারে বিক্রি করা হচ্ছে এতে স্বাস্থ্যের ঝুঁকিতে এলাকাবাসী।

কক্সবাজার উখিয়া উপজেলা কুতুপালং উত্তর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বন ভুমি জায়গায় দালান নির্মাণ করে অনুমোদন বিহীন অবৈধভাবে জনি ফুড নামে একটি চানাচুর তৈরির কারখানা গড়ে উঠেছে।

কারখানায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে বিভিন্ন রকমের ভেজাল পণ্য তৈরী করে বাজারে বিক্রি করে যাচ্ছে। প্রত্যেক  দিন লক্ষ লক্ষ টাকার চানাচুর তৈরি করে বিভিন্ন হাটবাজারে ও গ্ৰামে-গঞ্জে গিয়ে বিক্রি করে আসছে।ফলে এসব চানাচুর খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে এলাকাবাসী।

এই বিষয়ে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আনন্দ টিভির উখিয়া সাংবাদিক প্রতিনিধি নুরুল আলমকে প্রাণনাসের হুমকি দেয়। এই বিষয়ে নিউজ না করার জন্য প্রতিরোধ করে কারখানার মালিক জনি কতৃক তার সহযোগীরা মিলে। এক পর্যায়ে নিউজ না করার জন্য চাপ প্রয়োগ করেন।

এই বিষয় নিয়ে কক্সবাজার বিএসটিআইয়ের কর্মকর্তা  রঞ্জিত কুমার মল্লিক  পরিদর্শক, তিনি জানান, উখিয়া চানাচুর কারখানায় কোন ট্রেড লাইসেন্স নাই। তবে অবৈধভাবে কারখানা খুলে চানাচুর বাজারে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow