বীরগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ভ্যানচালক গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে প্রতিবেশীর তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মমিনুল ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, ২৩ মার্চ রোববার দুপুরে শিশুটি প্রতিবেশী মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। বাড়িতে আর অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার করে এবং শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে রোববার রাতে শিশুটির মা রশিদা বেগম বাদী হয়ে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ২৭, তারিখ- ২৩/০৩/২০২৫।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) খ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






