খানসামা থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও গুরুতর অভিযোগ

Sep 4, 2025 - 23:05
 0  4
খানসামা থানার দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও গুরুতর অভিযোগ
ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলার খানসামা থানার এএসআই (সহকারী উপ-পরিদর্শক) শাহীন শহিদ এবং কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, ভাড়াটিয়াকে মারধর, ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, খানসামা ডিগ্রি কলেজ মোড় এলাকায় গত ৭ দিন ধরে একটি ভাড়া বাসায় থেকে এএসআই শাহীন ও কনস্টেবল মোস্তাফির বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গতকাল রাতে অভিযুক্ত দুই পুলিশ সদস্য ঐ বাসায় ঢুকে এক ভাড়াটে যুবক ও একজন তরুণীকে আটক করেন। এ সময় তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা দুইটি মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা জানান, পুলিশের পোশাকে থাকা এই দুই কর্মকর্তা প্রথমে তাদের আটক করে নানা ধরনের প্রশ্ন করে এবং পরে শারীরিক নির্যাতন চালায়। এরপর জোরপূর্বক তাদের মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে যায়।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, "ঘটনার বিষয়টি আমি অবগত হয়েছি এবং প্রাথমিক তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। ইতোমধ্যে অভিযুক্ত এসআই শাহীন শহিদ ও কনস্টেবল এস এম আল মোক্তাফিরের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।"

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা রকম অপকর্মের সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করতেন।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow