মিরপুরের বিহারি ক্যাম্প মাদকের স্বর্গরাজ্যে পরিণত, প্রশাসনের নীরবতা রহস্যজনক : আকরাম আহমেদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেছেন, রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলো মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, অথচ প্রশাসন রহস্যজনকভাবে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
তিনি বলেন, ‘‘মিরপুরের বিভিন্ন বিহারি ক্যাম্পে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এই ব্যবসার পেছনে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। পৃষ্ঠপোষকদের মুখোশ উন্মোচন না করলে মাদক নির্মূল কখনোই সম্ভব নয়।’’
আকরাম আহমেদ অভিযোগ করেন, ‘‘যেখানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং তার ইতিবাচক ফলও পাওয়া যাচ্ছে, সেখানে মিরপুরের ক্যাম্পগুলোতে কোনো ধরনের কার্যকর অভিযান দেখা যাচ্ছে না। অথচ এখানে পরিস্থিতি আরও ভয়াবহ। যৌথ বাহিনীর মাধ্যমে অবিলম্বে এসব ক্যাম্পে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা না হলে নতুন প্রজন্ম ভয়াবহভাবে মাদকে জড়িয়ে পড়বে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি।’’
তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখবে।”
আকরাম আহমেদ অভিযোগ করে বলেন, ‘‘মিরপুরের মিল্লাদ ক্যাম্পে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর চিহ্নিত মাদক ব্যবসায়ীরা, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বর্বর হামলা চালায়, এতে পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ চারজন গুরুতর আহত হন।’’
তিনি দাবি করেন, এ ঘটনায় এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আমরা এ হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি মাদক নির্মূলে কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনার করার আহ্বান।
What's Your Reaction?






