দিলীপ ও তৌহিদ আফ্রিদিকে মুনিয়া হত্যাকাণ্ডে আসামী করার দাবি সাংবাদিক ইলিয়াসের

Sep 5, 2025 - 13:54
Sep 5, 2025 - 14:00
 0  2
দিলীপ ও তৌহিদ আফ্রিদিকে মুনিয়া হত্যাকাণ্ডে আসামী করার দাবি সাংবাদিক ইলিয়াসের
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে আলোচিত মুনিয়া হত্যাকাণ্ডে আসামী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন অনুসন্ধানী প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাংবাদিক ইলিয়াস হোসেনের ভেরিফাই ফেসবুক একাউন্টে পোস্ট করে এমন দাবি করেন তিনি।

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন মুনিয়া। তার বাবা মৃত শফিকুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদরের দক্ষিণপাড়া উজির দীঘি এলাকায়।

সাংবাদিক ইলিয়াস হোসেনের দাবি মুশরাত জাহান মুনিয়া হত্যার মাস্টারমাইন্ড দীলিপ কুমার আগারওয়ালা, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদ করলে আসল রহস্য বেরিয়ে আসবে। একই সাথে দুজনকে মুনিয়া হত্যাকাণ্ডে আসামীতে অন্তর্ভুক্ত করার দাবি। এবং সেই সাথে মুনিয়ার বড় বোন নুসরাত জাহানকে সবার আগে গ্রেপ্তার করা প্রয়োজন, যিনি মুনিয়াকে অন্ধকার জগতে ঠেলে দিয়ে টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছিলেন বলেও মনে করেন অনুসন্ধানী এ সাংবাদিক।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহম্মেদ নামে এক কিশোর হত্যার আসামী হয়ে কারাগারে আছেন দিলিপ কুমার আগরওয়ালা।

মুনিয়ার মৃত্যুর সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালার সম্পৃক্ততা আছে কিনা, তা সিআইডির তদন্ত কর্মকর্তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন। শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুশরাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow