ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের

May 24, 2025 - 19:34
 0  1
ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি ইনকিলাব মঞ্চের
ছবি : সংগৃহীত

ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৪ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মূখপাত্র শরীফ ওসমান হাদী।

তিনি বলেন, জুলাই ঐক্য বিনষ্ট করেছে এনসিপি। আর জুলাই স্পিরিট ভেঙ্গে গেলে এর সবচেয়ে বড় দায় নিতে হবে বিএনপিকে।

সেনাপ্রধানের বক্তব্য রাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, এই বক্তব্যই প্রমাণ করে সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। 

শরিফ ওসমান হাদী বলেন, এই সরকারের মধ্যে কেউ কেউ ৫ বছর ক্ষমতায় থাকতে চান। ড. ইউনূসের পরিচয় ব্যবহার করে তারা ক্ষমতায় থাকতে চায়। এই সরকারৈর মধ্যে ইতোমধ্যেই অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। 

বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা কেনো জুলাইয়ের রাজনীতি করলেন না? আমরা এনসিপিকে পরে ধরবো। আপনারা বলুন যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, না হয় ঢাকা শহর অচল করে দিতে হবে।

এ সময় তিনি হুঁশিয়ারি দেন, দিল্লীর কোনো রাজনৈতিক কৌশল বাংলাদেশে চলবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow