আশুলিয়ায় ২৬০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

Sep 5, 2025 - 14:04
 0  1
আশুলিয়ায় ২৬০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইমামগঞ্জ এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৪৫), তার স্ত্রী মোছাঃ বেবী (৩৩) এবং চাপাইনবাবগঞ্জ জেলার গোয়ালন্দ এলাকার অনিল সরকারের ছেলে শ্রী রঞ্জিত (৩০)।

থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নবীনগর এলাকায় মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হান্নান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow