উল্লাপাড়ার ভদ্রকোলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা

Dec 25, 2024 - 13:21
 0  12
উল্লাপাড়ার ভদ্রকোলে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা
ছবি : যমুনা টাইমস

নিজস্ব প্রতিবেদক

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ভদ্রকোলে হাজার বছরের পুরানো ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। গ্রাম বাংলার এই প্রাচীন খেলা দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বকুল এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভদ্রকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ আয়োজন করে ভদ্রকোল 'ইউএমসি' ক্লাব।

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলায় অংশগ্রহণ করেন স্থানীয় লাঠিয়াল বাহিনীর দু'টি দলের ২০ জন খেলোয়াড়। বাদ্যের তালে সরকি, বানটি, বুকের ওপর ইটভাঙা, মাথার উপর টিউব লাইট জ্বালানো, শূন্যের ওপর লাঠি ও রামদা ঘোরানোসহ লাঠি নিয়ে নানা কসরত দেখিয়ে তাদের মন জয় করেন ও আনন্দ দেন খেলোয়াড়রা।

খেলায় অংশগ্রহণকারী আদম আলী বলেন, ‘‘আগে আমরা প্রায়ই এ খেলা খেলতাম। এখন এ খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। এ খেলাকে টিকিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা প্রয়োজন।’’

দর্শক কাওছার সর্দার ও সাগর আহমেদ বলেন, ‘‘ছোটবেলায় এ খেলা অনেক দেখেছি। এখন আর দেখা যায় না। এমন আয়োজনে আমরা অত্যন্ত খুশি। অসম্ভব ভালো লেগেছে। আয়োজকদের অনেক ধন্যবাদ।”

ভদ্রকোল ইউএমসি ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘‘হারিয়ে যাওয়া গ্রাম বাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতে এই আয়োজন। আগামীতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।’’

আয়োজক কমিটির প্রধান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বকুল বলেন, ‘‘পড়াশোনার পাশাপাশি বিনোদন ও খেলাধুলা খুবই দরকার। খেলাধুলা যুব সমাজকে আনন্দ ও উজ্জীবিত করে। মাদক ও নেশা থেকে দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। মাদক থেকে সবাই বিরত থাকবেন। যুবকরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এ দেশ মাদকমুক্ত হবে।’’

লাঠিবাড়ি খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মধু শেখ, হাজী মো. আব্দুস সালাম সরদার, জাহাঙ্গীর আলম, হাসেম সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম বকুল ও স্থানীয় ইউপি সদস্য শাহ আলম সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow