যমুনার পারে কাশফুলের নয়নাভিরাম সৌন্দর্য, প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড়

Sep 18, 2025 - 21:46
 0  25
যমুনার পারে কাশফুলের নয়নাভিরাম সৌন্দর্য, প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড়
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে বালুচরে সৃষ্ট হয়েছে বিশাল কাশ বাগান। সেখানে শুভ্র কাশফুল বাতাসে দোল খাওয়ার মনোরম দৃশ্য পর্যটকদের আকর্ষণ করছে। কাশফুলের শুভ্র চাদরে ছেয়ে গেছে এলাকা। বাতাসে দোল খাওয়া কাশফুলের নয়নাভিরাম সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা। সাদা বকের সারির মতো যেন পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল।

শরৎকালে নীল আকাশে সাদা মেঘের আনাগোনার সঙ্গে কাশফুল প্রকৃতিপ্রেমীদের কাছে অন্যরকম এক আবেদন ছড়ায়। সে কারণেই প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখরিত থাকে সিরাজগঞ্জ শহরের চর-লশাপাড়া (কাটাওয়াবদা) ক্রসবার-৩ এলাকায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় এক কিলোমিটার জুড়ে কাশফুল ফুটেছে। লম্বা- রল সবুজ পাতার বুক চিড়ে বেরিয়ে আসা থোকা থোকা কাশফুলের গুচ্ছ। বিকেল হলেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিয়াসু তরুন তরুনীদের এ কাশফুলের ছোয়া নিতে আসে। এসময় কেউ মুঠোফোনে ছবি তুলছেন। কেউবা আবার দু-চারটি কাশফুল ছিঁড়ে তোড়া তৈরি করে প্রিয়জনকে উপহার দিচ্ছেন। এতে শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণীসহ নানা বয়সী মানুষ কাশবনে খেলায় মেতে উঠে। হঠাৎ দেখে মনে হবে, সেখানে সাদা বকের পালকের চাদর বিছানো হয়েছে। শীতল হাওয়ায় দুলছে, সাদা কাশফুল।

স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ দিকে কাশফুল ফুটতে শুরু করে। এ সময় পুরো এলাকা সাদা হয়ে যায়। কার্তিক মাস পর্যন্ত এ কাশফুল থাকে।

ঘুরতে আসা মুক্তা নামের এক ব্যক্তি বলেন, ‘‘যমুনার পাড় ঘেঁষে নির্মাণ করা সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ ক্রসবার-৩ এলাকায় কয়েক বছর ধরে বিকেল হলেই কাশফুলের সৌন্দর্যের টানে বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমী তরুণ তরুনীদের ভিড় জমে। এসময় তারা কাশফুলের উন্মাদনায় মেতে উঠে ছবি তোলে, ভিডিও করে। এযেন এক অন্য রকম দৃশ্য।’’

দর্শনার্থী রিপন ও হুমায়ন কবির বলেন, ‘‘ঋতু পরিক্রমায় বাংলার প্রকৃতিতে এখন শরৎকাল। এ সময় রাশি রাশি কাশফুল তার অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। আর এই সৌন্দের্য উপভোগ করতেই এখানে আসা।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow