যশোরের গদখালীতে শত কোটি টাকার ফুলের রাজ্য

Dec 22, 2024 - 01:29
 0  1
যশোরের গদখালীতে শত কোটি টাকার ফুলের রাজ্য
ছবি : সংগৃহীত

সারা বছরই যেমন ফুলের চাহিদা থাকে। তেমনই কাঁচা ফুলের বাণিজ্যিক চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। তবে ফুল চাষিরা তাকিয়ে থাকেন বছরের বিশেষ কয়েকটি দিবসের দিকে। এই দিবসগুলোর প্রায় সবগুলোই ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে। এজন্য এই পাঁচ মাসকে কাঁচা ফুলের ভরা মৌসুম হিসেবে ধরা হয়। ফুল চাষিরাও বিশেষ এই দিবসগুলোর কথা মাথায় রেখে ফুল চাষ করেন, যাতে ওই সময়ে তারা তাদের উৎপাদিত ফুল বিক্রি করতে পারেন। বিশেষ দিবসগুলোর আগে চাষিরা ফুলের দামও ভালো পেয়ে থাকেন।

চলতি মৌসুমে ইতোমধ্যে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস চলে গেছে। এ দুটি দিবসের আগে ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের গদখালীতে প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন গদখালী ফুল উৎপাদক ও বিপণন সমিতির নেতারা। আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূল থাকলে চলতি মৌসুমে ফুল বিক্রির পরিমাণ শত কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে বলে তারা আশা করছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের আগে ফুল বিক্রি নিয়ে বেশি ব্যস্ত ছিলেন চাষিরা। এখন তারা আবার ফিরে গেছেন মাঠে। দম ফেলার ফুরসত নেই। কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ফুলখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। টার্গেট চলতি মৌসুমের বাকি দিবসগুলো।

গদখালীর ফুল চাষি ও ব্যবসায়ীরা জানান, এবার মৌসুমের শুরু থেকেই ফুলের ভালো দাম পাওয়া যাচ্ছে। প্রতিদিন ফজরের আজান দিলেই চাষিরা বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান, নসিমন, করিমনে করে তাদের ফুল গদখালী পাইকারি বাজারে নিয়ে আসেন। সূর্য ওঠার আগে থেকে এ বাজার ফুলের ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে ওঠে।

ফুল চাষিরা জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে ঘিরে গদখালী বাজারে প্রতি ১০০ পিস গোলাপ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছেন তারা। রজনীগন্ধার দামও ছিল গোলাপের মতোই। যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আবদুর রহিম বলেন, গত গ্রীষ্মে যশোরে তাপমাত্রা ছিল অনেক বেশি। আবার ছিল অতিবৃষ্টির দাপট। এসব কারণে ফুল চাষিরা ক্ষতির সম্মুখীন হন। তারপরও বাড়তি পরিশ্রম করে ফুল চাষিরা সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমও গ্রীষ্মে অতিরিক্ত গরম ও বর্ষায় টানা বৃষ্টিপাতে ফুল চাষিদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে তিনি বলেন, আবহাওয়া এখন ফুল চাষের জন্য পুরোপুরি অনুকূলে। মৌসুমের শুরু থেকে চাষিরা ফুলের ভালো দাম পাচ্ছেন। বাকি মৌসুমে আবহাওয়া বিরূপ না হলে ফুল চাষিরা ভালো লাভ করতে পারবেন বলে তিনি আশা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow